ডিপ্লোমাধারীদের একই মর্যাদা! ক্ষুব্ধ বিএসসি ইঞ্জিনিয়াররা! | B.sc Engineer | Jamuna TV

Author Avatar

Jamuna TV

Joined: Apr 2024
Spread the love

ডিপ্লোমাধারীদের একই মর্যাদা! ক্ষুব্ধ বিএসসি ইঞ্জিনিয়াররা! | B.sc Engineer | Jamuna TV


#bsc #engineer #diploma

মাধ্যমিক পর্যায়ে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে চায় সরকার। আর, সে লক্ষ্যে…

source

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

Your email address will not be published. Required fields are marked *

28 Comments

  1. শুধু বছরের পার্থক্য হবে কেন?
    কোর্স কারিকুলাম ও মেধার পার্থক্যও বিশাল।

  2. একটা মুভির ডায়ালগ ছিলো ওস্তাদ গুয়া মারা সারা, তখন অন্যজন বললেন কিসের? জবাবে বললেন দেশের। 😂 তাই হচ্ছে আর কি!

  3. সমাধান হল ডিপ্লোমা রা ডিপ্লোমা আর বিএসসি বিএসসি থাকবে শুধু তাদের নিয়োগ দিক সবার জন‍্য ভাল গুতাগুতি করলে সবাইর কপাল পুরবে জার জার দক্ষতা নিয়ে জব করবে সমস্যা কি

  4. এটা একেবারে বেমানান, আমি নিজেও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। BSC আর ডিপ্লোমা কেমনে এক হয়‼️ যতোই অভিজ্ঞতা থাক ডিপ্লোমা BSC এক নয়।

  5. মাথা ঠিক নাই বরং প্রতিটি ইন্জিনিয়ারিং ইউনির্ভাসিটিতে ডিপ্লোমা পাশ ছাত্রকে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করার সুযোগ করে দেওয়া উচিত শুধু মাত্র ডুয়েটে ভর্তি হওয়ার সুযোগ কেন থাকবে

  6. এটি কখনো হওয়া উচিত নয়। কারিকুলাম, শিক্ষাসময় কী এক? একটির সনদ দেয বোর্ড, অন্যটি বিশ্ববিদ্যালয়। একটি শুরু হয় ssc দিয়ে অন্যটি hsc দিয়ে, তা হলে তো আব্বাস আর গাবগাছ এক হয়ে যাবে। অভিজ্ঞতার ভারটা আরও বাড়াতে হবে, বিএসসি পদ পাওয়ার যোগ্যতা যাচাইয়ের জন্য বিভাগীয় পরীক্ষা (বিষয়ভিত্তিক)দিতে হবে।

  7. আমাদের দেশের বাংলা মিডিয়ামের SSC & HSC একত্র করে ২ বছরের প্রি ইউনিভার্সিটি কারিকুলাম করা উচিত, তাতে বেচে যাবে শিক্ষাজীবনের মুল্যবান দুইটি বছর। আমাদের দেশের মজলুম বাবা মায়েরা অধীর অপেক্ষায় থাকে কখন তার সন্তানটি লেখাপড়া শেষ করবে, কর্মজীবনে প্রবেশ করে সংসারের হাল ধরবে। অথবা মেয়ের ভাল জায়গায় বিয়ে দিতে গেলেও উচ্চশিক্ষা শেষ করা লাগে। আর এই দীর্ঘ পড়ালেখা করাতে বাবা মাকে দীর্ঘ খরচের ঘানি টানতে হয়।আর তাছাড়া এটা প্রমানিত পুথিগত বিদ্যার অতি ক্ষুদ্র অংশই কর্মজীবনে কাজে লাগে। যেটা কাজে লাগে সেটা হল কাজ শেখা এবং কাজের অভিজ্ঞতা। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী অনায়েসে আর্স, কমার্স নিয়ে উচ্চশিক্ষা অর্জন করেছে। আজকের যুগে আর্স ব্যাকগ্রাউন্ড নিয়ে আইটি এক্সপার্ট হয়ে দেখিয়েছে। আর আমাদের দেশের আর্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী বিদেশে গিয়ে সাইন্স নিয়ে উচ্চশিক্ষা অর্জন করেছে। কারন, বিদেশে এমন ব্যাবস্থা আছে, উচ্চশিক্ষায়, শিক্ষার্থীদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী প্রি কোর্স, ভাষা কোর্সের মতোই করিয়ে নেয়া হয়। তাই আমাদের দেশে উচ্চশিক্ষার ব্যাকগ্রাউন্ড হোক একই এবং প্রি উচ্চশিক্ষার প্রিএডুকেশন হোন স্ররবোচ্চ ১০ বছর মেয়াদি।

  8. প্রাথমিক বিদ্যালয়ের টিচারদের 15 বছর চাকরির পর পিএইচডি ডিগ্রী দেওয়া উচিত।

  9. পাগলদের হাতে শিখ্কা ব্যাবস্হা গেলে যা হয়,,,করোনা করে মোবাইলে পড়াতে যেয়ে ছেলে মেয়েদের হাতে মোবাইল দিয়ে সব ধ্বংস করে ফেলছে,,,,

  10. এই ক্ষেত্রে ডিপ্লোমা ধারিদের ইন্টারের পর ভর্তি হওয়ার সিস্টেম চালু হওয়া দরকার তখন যার ইচ্ছা বিএসসি করবে জার ইচ্ছা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরবে